1. admin@newsofzakigonj.com : admin :
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জকিগঞ্জ এসোসিয়েশনের সীরাত বিষয়ক মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার প্রদান সম্পন্ন আল মারওয়ান ট্রাভেলস্ এন্ড ট্যুরস কালিগঞ্জ শাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন। বৃহত্তর কাড়াবাল্লাহ-বড়চাতল প্রবাসী সমাজ কল্যান পরিষদ এর কার্যকরী কমিটি অনুমোদন জকিগঞ্জের ইকবাল আহমদ বাংলাদেশ সোসাইটি অব কানাডা’র সাধারণ সম্পাদক নিযুক্ত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে কমর উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। দেশ ও সমাজের কল্যানে অনন্য ভূমিকা পালন করছেন প্রবাসী লোকমান উদ্দিন নেজামঃ মানবতার উজ্জল দৃষ্টান্ত আলহাজ্জ লোকমান উদ্দিন নেজাম জকিগঞ্জের ঐতিহ্যবাহী ছয়লেন পালপাড়া কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে শুভ জন্মাষ্টমী ১৪৩১ বঙ্গাব্দ পালিত হয়েছে অন্তবর্তীকালীন সরকারকে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন জকিগঞ্জে মানিকপুর ইউনিয়ন বিএনপির উদ্যেগে ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে শান্তি সমাবেশ সম্পন্নঃ

মেসার্স সালাম ট্রাভেলস ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস জকিগঞ্জ শাখার স্থান পরিবর্তন উপলক্ষে খতমে কোরআন মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্নঃ

নিউজ অব জকিগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৪৭০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক
গেল ১৫ আগষ্ট ২০২৩ মঙ্গলবার, বিকাল ৪ঘটিকার সময় জকিগঞ্জ বাজারস্থ মেসার্স সালাম ট্রাভেলস ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস জকিগঞ্জ শাখার স্থান পরিবর্তন উপলক্ষে খতমে কোরআন মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। এসময় মেসার্স সালাম ট্রাভেলস এর স্বত্বাধিকারি হাফিজ ফারুক আহমদ এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের পরিচালক হাফিজ মাওলানা আলী হোসেন এর পরিচালনায় বাদ যোহর হইতে দুইটি অধিবেশনে মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মুশাহিদ আহমদ কামালী,ইমাম ও খতিব জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ।
মুফতি আবুল হাসান সাহেব,ইমাম ও খতিব জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ,
মাওলানা হুসাইন আহমদ তাপাদার,ভারপ্রাপ্ত অধক্ষ জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা
মাওলানা আব্দুল বাছিত, মুহাদ্দিস ইছামতী দারুল উলুম কামিল মাদ্রাসা, মাওলানা মাহমুদ হোসাইন, শায়খুল হাদীস মুন্সিবাজার মাদ্রাসা, মাওলানা ওয়ারিস উদ্দিন, মুহাদ্দিস ইছামতী দারুল উলুম কামিল মাদ্রাসা,
মাওলানা বিলাল আহমদ, মুহাদ্দিস আঙ্গুরা মু্হাম্মদপুর মাদ্রাসা, মাওলানা ফারুক আহমদ, আরবি প্রভাষক জকিগঞ্জ ফাজিল
সিনিয়র মাদ্রাসা, মাওলানা আব্দুল কাইয়ুম, শায়খুল হাদীস মুন্সিবাজার মাদ্রাসা,

মাওলানা ফারুক আহমদ, সুপার নবিগঞ্জ মাদ্রাসা, মাওলানা আব্দুল মালিক মুহতামিম, ভরন মাদ্রাসা। মাওলানা মস্তাক আহমদ, অধ্যক্ষ গঙ্গাজল মাদ্রাসা, মাওলানা আব্দুর রহমান, প্রধান শিক্ষক, থানাবাজার হাফিজিয়া মাদ্রাসা। মাওলানা কাজি হিফজুর রহমান, সভাপতি আঞ্জুমানে আল ইসলাহ জকিগঞ্জ পৌরসভা। মাওলানা ময়নুল হক সুপারভাইজার ই:ফা:জকিগঞ্জ কানাইঘাট উপজেলা, মাওলানা এম এ বাকি খালেদ,


মাওলানা জামাল উদ্দিন,প্রধান শিক্ষক ইছাপুর ইবতেদায়ি মাদ্রাসা। মাওলানা আবুল কালাম, সুপার, খলাছড়া মাদ্রাসা।
জনাব শেখ শামছুল ইসলাম, সভাপতি নবিগঞ্জ উপজেলা প্রেসক্লাব।
ট্রাফিক ইনচার্জ আবুল কালাম
সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, মুহতামিম, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষাবিদ সমাজসেবী, রাজনীতিবিদ, সাংবাদিক ব্যবসায়ী, উপজেলার অসংখ্য মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনগণ।


পরিশেষে প্রতিষ্ঠানের সত্বাধীকারী হাফিজ ফারুক আহমদ নিউজ অব জকিগঞ্জকে জানান, আমি আজকের এ আয়োজনে উলামা মাশায়েখগণকে প্রচারনার স্বার্থে জড়ো করিনি, আমি তিনিদের দোয়া নিয়ে আগামী জীবন বাঁচতে চাই, পাশাপাশি আমি এ প্রতিষ্ঠান শুধু ব্যবসার উদ্দেশ্য পরিচালনা করিনি, আমি হালাল উপার্জন ও মানুষের খেদমতে নিজেকে নিয়োজিত রেখে আল্লাহ ও তার হাবীবের সন্তুষ্টি অর্জনের মধ্যে দিয়ে মাকসুদে মঞ্জিলে পৌছাতে চাই।


জকিগঞ্জ আমার নিজ এলাকা, এখানের মানুষ নানাভাবে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন এমনকি কুরিয়ার সার্ভিসের সেবার জন্য সূদুর সিলেটে যেতে হয়। আমি তাদের খেদমতে জকিগঞ্জ বাজারে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু করি। এ প্রতিষ্ঠানের সঠিক ও গুণগত মান আগামী দিনের সূদূর প্রসারী হবে বলে আমার বিশ্বাস। হাফিজ ফারুক আহমদ আরও জানান, প্রতি বছর আমার প্রতিষ্ঠান থেকে সম্পূন্ন ব্যয়ভার বহন করে কমপক্ষে একজন হাজি সাহেবকে নিজ খরচে হজ্জে পাঠাবেন বলে আশ্বস্থ করেছেন।

এতে সর্ব মহলে প্রশংসায় ভাসছেন হাফিজ ফারুক আহমদ। মেসার্স সালাম ট্রাভেলস ইন্টারন্যাশনাল ও সুন্দরবান কুরিয়ার সার্ভিস এর সেবা সমূহ হচ্ছে- হজ্জ ও ওমরাহ প্যাকেজ, এয়ার টিকেট, ভিসা প্রসেসিং, পাসপোর্ট প্রসেসিং, ম্যানপাওয়ার ইত্যাদি তাছাড়া বিশ্বের যেকোন দেশে চিটিপত্র, ডকুমেন্টন্স, উপহার সামগ্রী সহ কুরিয়ার সার্ভিসের সকল সেবা নিয়ে গ্রাহক সেবায় অঙ্গীকারবদ্ধ।
পরিশেষে মাওলানা মুশাহিদ আহমদ কামালি ও মুফতি আবুল হাসান সাহেবের পৃথক পৃথক দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Facebook Comments Box

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ অব জকিগঞ্জ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park
error: Content is protected !!