নিজস্ব প্রতিবেদকঃ
একজন একেএম ফজলুর রহমান, শিক্ষাখাতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে বর্তমানে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট এ রেজিষ্টার পদে দায়িত্বরত অবস্থায় নিজের জীবনের সবটুকু বিসর্জন দিয়ে জকিগঞ্জ-কানাইঘাটের আগামী প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত করার লক্ষে স্থাপন করেন কানাইঘাটের সড়কের বাজারস্থ মালিক নাহার স্কুল এন্ড কলেজ, পাশাপাশি প্রতিষ্ঠা করেন সেন্ট্রাল কলেজ সিলেট।
চাকুরী জীবনের পাশাপাশি অবসর সময়টুকু কাটে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সময় দিয়ে। তারই ফলশ্রুতিতে বার বার জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার সর্ব মহলে সুনাম অর্জন করেছে মালিক নাহার স্কুল এন্ড কলেজ ও সেন্ট্রাল কলেজ সিলেট, এরই সাথে সুনাম অর্জন করেছেন তার প্রতিষ্ঠাতা একেএম ফজলুর রহমান। সততা আর নিষ্ঠার বিনিময় সরূপ বর্তমানে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর সঙ্গী হওয়ার সুযোগ লাভ করেছেন। এজন্যে মালিক নাহার স্কুল এন্ড কলেজ ও সেন্ট্রাল কলেজ সিলেট এর প্রতিষ্ঠাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট এর রেজিস্ট্রার একেএম ফজলুর রহমান এর প্রতি জকিগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন তাপাদার। জানা যায়, একেএম ফজলুর রহমান কানাইঘাট উপজেলার ৩নং দিঘিরপার পূর্ব ইউনিয়নের শাহপুর গ্রামের আব্দুল মালিক ও শামসুন নাহার এর গর্বিত সন্তান। তিনি ঐ গ্রামেরই বাসিন্দা। পিতা মাতার নামে নামকরণ করা এ প্রতিষ্ঠানে কানাইঘাট উপজেলার অন্যান্য প্রতিষ্ঠানের তুলনামূলক ভালো ফলাফল, নীতি-নৈতিকতা, ভদ্রতা ও শিষ্ঠাচারে একদাপ এগিয়ে রয়েছে এমনকি সম্মান বহাল রেখে পাঠদান চলছে এ প্রতিষ্ঠানে। তাঁর এ রাষ্ট্রীয় সফরের মধ্যে দিয়ে জকিগঞ্জ-কানাইঘাটবাসী নতুন কিছু পাবে বলে প্রত্যাশা করছেন। সর্বপরি জকিগঞ্জ বাসীর পক্ষ থেকে একেএম ফজলুর রহমান এর প্রতি রইল প্রাণডালা অভিনন্দন ও শুভেচ্ছা। আরও সুগম হোক আগামীর পথচলা।
জকিগঞ্জ উপজেলাবাসীর পক্ষে-
মোস্তফা উদ্দিন তাপাদার
সাবেক সাধারণ সম্পাদক
জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ।