প্রেস রিলিজঃ
বিশ্ব পোলিও দিবস উদযাপন উপলক্ষে রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশ এর উদ্যোগে এবং রোটারি ক্লাব অব চিটাগাং সুগন্ধার স্বাগতিকতায় এক অনুষ্ঠান গতকাল ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বিশ্ব পোলিও দিবস উদযাপন অনুষ্ঠানের চেয়ার সিপি আবু হাসনাত চৌধুরীর সভাপতিত্বঅনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত এম এ মালেক, অনুষ্ঠান উদ্বোধন করেন ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান ইন্জিনিয়ার এম এ রশিদ, ডিস্ট্রিক্ট ফাস্ট লেডি পিপি শামিনা ইসলাম, ডিস্ট্রিক্ট লার্নিং ফেসিলেটর পিডিজি এম এ আহাদ, ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি ডঃ মইনুল ইসলাম মাহমুদ, ডিস্ট্রিক্ট পোলিও প্লাস কমিটির চেয়ার পিপি রইস আব্দুর রব, প্রোগ্রাম এডভাইজার পাস্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারি সিপি মোহাম্মদ শাহজাহান, ডিস্ট্রিক্ট সেক্রেটারি মোহাম্মদ আকবর হোসেন, এক্সিকিউটিভ ডিস্ট্রিক্ট সেক্রেটারি শামসুল আলম রিপন, ইভেন্ট মেম্বার সেক্রেটারী সিপি মোঃ নজরুল ইসলাম নান্টু, এরিয়া ডাইরেক্টর সিপি জাহেদা আক্তার মিতা।
এসময় আরও উপস্থিত ছিলেন জোনাল কো কর্ডিনেটর পিপি মোঃ দিদারুল ইসলাম, পিপি ফখরুল আলম পাটোয়ারী বিপু, পিপি জামাল উদ্দিন আহমেদ, আয়োজক ক্লাব প্রেসিডেন্ট মরিয়ম লিজা, পিপি ফারহানা হাসনাত,পিপি তৌসিফ রেজা, পিপি সাহাদাৎ হোসেন, হোপ টিমের সদস্যবৃন্দ, হোপ প্রেসিডেন্ট বৃন্দ, রোটারেক্ট, ইন্টারেক্ট সহ বিভিন্ন ক্লাবের পাঁচ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন পোলিও মুক্ত বিশ্ব গড়তে রোটারির ভূমিকা অনন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, রোটারি ও সহযোগি সংগঠনের কল্যানে পোলিও আজ পৃথিবী থেকে বিলুপ্তির পথে। রোটারিয়ানরা সমাজের অবহেলিত জনগোষ্ঠীর কথা চিন্তা করে তাদের কল্যানে কাজ করে। মানুষের মুখে হাসি ফোটানো প্রকৃত মানব সেবা যা রোটারিয়ানরা করে যাচ্ছে।
ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান বলেন বর্তমানে বিশ্বের দুটি দেশ পাকিস্তান ২টি ও আফগানিস্তানে ৫টি পোলিও রোগী আছে। আশা করছি ২০২৬ সালের মধ্যে বিশ্ব থেকে পোলিও নির্মূল করা সম্ভব হবে। পোলিও মুক্ত বিশ্ব গড়া রোটারির অঙ্গীকার। পোলিও নির্মূলরোটারিয়ানরা স্বপ্রণোদিত হয়ে মুক্ত হস্তে দান করায় সুবিধা বঞ্চিত মানুষ উপকার পাচ্ছেন।
বার্তা সম্পাদক
সিপি মোঃ নজরুল ইসলাম নান্টুই
ভেন্ট মেম্বার সেক্রেটারি
রোটারির বিশ্ব পোলিও দিবস উদযাপন ২০২৩