1. admin@newsofzakigonj.com : admin :
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জকিগঞ্জ এসোসিয়েশনের সীরাত বিষয়ক মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার প্রদান সম্পন্ন আল মারওয়ান ট্রাভেলস্ এন্ড ট্যুরস কালিগঞ্জ শাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন। বৃহত্তর কাড়াবাল্লাহ-বড়চাতল প্রবাসী সমাজ কল্যান পরিষদ এর কার্যকরী কমিটি অনুমোদন জকিগঞ্জের ইকবাল আহমদ বাংলাদেশ সোসাইটি অব কানাডা’র সাধারণ সম্পাদক নিযুক্ত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে কমর উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। দেশ ও সমাজের কল্যানে অনন্য ভূমিকা পালন করছেন প্রবাসী লোকমান উদ্দিন নেজামঃ মানবতার উজ্জল দৃষ্টান্ত আলহাজ্জ লোকমান উদ্দিন নেজাম জকিগঞ্জের ঐতিহ্যবাহী ছয়লেন পালপাড়া কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে শুভ জন্মাষ্টমী ১৪৩১ বঙ্গাব্দ পালিত হয়েছে অন্তবর্তীকালীন সরকারকে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন জকিগঞ্জে মানিকপুর ইউনিয়ন বিএনপির উদ্যেগে ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে শান্তি সমাবেশ সম্পন্নঃ

বাংলা সাহিত্য পরিষদ ইউকে’র ” হৃদয়ে বাংলাদেশ” বাংলা শব্দচাষীদের হৃদয়ের রূচিশীল খোরাক

সৈয়দ আছলাম হোসেন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২৪৩ বার পঠিত

কলমে— সৈয়দ আছলাম হোসেন

 

সিলেট শুধু চা বাগান নয়, সিলেট কবিদের ও বাগান।  এই বাগান গুলোর রক্ষণাবেক্ষণে অনেকেই সময়, শ্রম, অর্থ দিয়ে যাচ্ছেন।  যুগে যুগে সিলেটের অনেক কবি সাহিত্যিক তাদের শ্রম, মেধা,  যোগ্যতা,  অর্থ ও চেষ্টার ফলে এই বাংলা ভাষাকে বিশ্বের দরবারে পাঠকের হাতে হাতে পৌছে দিতে অক্লান্ত পরিশ্রম করে গেছেন।  বর্তমান সময়ে যারা ব্যক্তিজীবনের প্রয়োজনে দেশের বাহিরে থেকেও বাংলা সাহিত্যের পতাকাকে হৃদয়ে ধারণ করে লাল সবুজ পতাকার নিচে নিজেকে আঁকড়িয়ে ধরে রেখেছেন তাদের মধ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার গর্ব  সিলেটের আলোকিত কবি শাহ্ কামাল আহমদ এর নাম গৌরবের সাথে মনের মাঝে  ভেসে ওঠে।  বিশেষ করে প্রবাস জীবনের কঠিন বাস্থবতার মুখোমুখি দাড়িয়েও সাহিত্যকে হৃদয়ে লালন করে সুদূর লন্ডন থেকে ” বাংলা সাহিত্য পরিষদ ইউকে ” প্রতিষ্ঠা করে উপহার স্বরূপ ” হৃদয়ে বাংলাদেশ ” যৌথ কাব্যগ্রন্থ সম্পাদনা করে পাঠক মহলের হাতে তুলে দিয়ে সিলেটের সাহিত্য গগনের শব্দচাষীদের হৃদয়ের রূচিশীল খোরাক দিয়ে মুগ্ধ করেছেন।

 

বিগত ৭ ই অক্টোবর ২০২৩ ইং বাংলা সাহিত্য পরিষদ ইউকে এর উদ্দোগে ” হৃদয়ে বাংলাদেশ ” কাব্যগ্রন্থটির মোড়ক উম্মোচন ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২৩  সম্পন্ন হলো সিলেট জেলা পরিষদ হল রুমের ২য় তলায়। পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি শাহ্ কামাল আহমদ এর পৃষ্ঠপোষকতায় অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জনাব মাহমুদু্ল হাসান নিজামী, কবি, বহুগ্রন্থপ্রণেতা,  প্রধান আলোচক ছিলেন জনাব প্রফেসর আব্দুল বাকী চৌধুরী, প্রাপ্তন চেয়ারম্যান, সিলেট শিক্ষাবোর্ড,  সভাপতিত্ব করেন সিলেট সাহিত্য অঙ্গনের  অবিভাবক জনাব অধ্যক্ষ কালাম আজাদ,  বিশিষ্ট কবি ও শিক্ষাবিদ,  বিশেষ আলোচক বৃন্দ ছিলেন জনাব সিরাজ উদ্দিন, বিশিষ্ট কবি ও শিক্ষাবিদ, করিমগঞ্জ আসাম ( ভারত),  জনাব কমর উদ্দিন লস্কর, বিশিষ্ট কবি ও শিক্ষাবিদ, মনিপুরী রাজ্য ( ভারত) , জনাব জহিরুল ইসলাম অচিনপুরী, জনপ্রিয় কণ্ঠশিল্পী ও চিকিৎসক।  জনাব সেলিম আউয়াল, বিশিষ্ট সাংবাদিক, গল্পকার, জনাবা সাহানা চৌধুরী কবি ও শিক্ষক। ( উল্লেখ্য যে এই দিন কবি সাহানা চৌধুরীর রচিত ” ফাগুনের শেষে ”  গ্রন্থের মোড়ক উম্মোচন হয় একই   অনুষ্টানে)  তাছাড়া আরো অনেক জ্ঞানীগুণী কবি সাহিত্যিক উপস্থিত থেকে গুরুত্ববহ  আলোচনা,  কবিতা আবৃতি, গান ও মূল্যবান পরামর্শ মূলক বক্তব্য রাখেন।

অত্যান্ত চমৎকার ভাবে পুরো অনুষ্টানটি সঞ্চালনা করেন ঢাকা থেকে আগত কবি জাহানারা রেখা ও সিলেটের কবি লুৎফুর রহমান তারেক।  অনুষ্ঠান জুড়ে কবিদের কবিতা পাঠ,  শিল্পিদের গান,  পাঠকের হাতে হাতে ” হৃদয়ে বাংলাদেশ ” কাব্যগ্রন্থ ও ” সুরমা পাড়ের কথা ” সাহিত্য সাময়িকী, অতিথি ও কবিবৃন্দের মাঝে বেইজ পরানো,  ফুলের তোড়া প্রদান,  সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান,  ও আপ্যায়ন এর মধ্যদিয়ে পুরো অনুষ্টানটি ছিল জ্ঞানীগুণীদের আনন্দঘন  আনাগোনা।

বাংলা সাহিত্য পরিষদ ইউকে ‘ র প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি শাহ্ কামাল আহমদ এর সম্পাদিত ” সুরমা পাড়ের কথা সাহিত্য সাময়িকীর প্রথম পাতা রঙ্গিন ভাবে সাজিয়ে  প্রথমে সম্পাদক সাহেবের মূ্ল্যবান সম্পাদকীয়,  সাহিত্য সাময়িকীতে কবি ও বহুগ্রন্থপ্রণেতা মাহমুদু্ল হাসান নিজামী শিল্পির তুলির আচঁড়ে সাজানো ” সাহিত্য অঙ্গনের অগ্র পদাতিক কবি শাহ্ কামাল আহমদ “,  কবি শফিকুল ইসলাম সোহাগ চমৎকার ভাষায় লিখেছেন ” হৃদয়ে বাংলাদেশ ; উচ্ছাসার অনন্য দলিল ” ২য় ও ৩ য় পৃষ্টায় উনিশজন কবির  চমৎকার উনিশটি কবিতা সারিসারি পাঠকের জন্য দাড়িয়ে আছে। শেষ পাতায়  ” আপন  কর্মগুনে সমুজ্জ্বল : কবি শাহ্ কামাল আহমদ ” শিরোনামে বেশ কিছু স্মৃতিময় ছবি স্থান পেয়েছে। পাশাপাশি বাংলা সাহিত্য পরিষদ ইউকে এর পরিচালনা পর্ষদ এর সতের জন পরিচালকের নাম ও ছবি দেয়া হয়েছে।  পরিচালকরা হলেন ১/ মাহবুব হোসেন নওশাদ ২/ সৈয়দ আছলাম হোসেন ৩/ ইফতেখার শামীম ৪/ শফিকুল ইসলাম সোহাগ

৫/ লুৎফুর রহমান তারেক ৬/ মোহাম্মদ জাকির হোসেন ৭/ জেসমিন দীপা ৮/ মো ইসমাইল হোসেন সিরাজী ৯/ মো সুমন খাঁন ১০/ এস পি সেবু ১১/ মতিউর রহমান জীবন ১২/ এইচ এম ইউ শাকিল ১৩/ মো শামছুল আলম ১৪/ শফিনুর রহমান ১৫/ আব্দুল মুকিত ফারদিন ১৬/ মুশফিকুর  রহমান রাফি। পাশাপাশি  আফাজ উদ্দিন এসোসিয়েট এর ছোট একটি বিজ্ঞাপন ও স্থান পেয়েছে।  শেষদিকে কবি সাহানা চৌধুরীর মূল্যবান শুভেচ্ছা বাণীর মধ্য দিয়ে সমাপ্ত হয় কবি শাহ্ কামাল আহমদ  সম্পাদিত ও বাংলা সাহিত্য পরিষদ ইউকে কতৃক প্রকাশিত সাহিত্য সাময়িকী সুরমা পাড়ের কথা।  সাহিত্য সাময়িকীটি পাঠক মহলকে বেশ উৎসাহিত করেছে।  আমরা এর ধারাবাহিক প্রকাশনার দাবী করছি।

বহুগ্রন্থপ্রণেতা কবি শাহ্ কামাল আহমদ এর সম্পাদনায় চারু সাহিত্যাঙ্গন,  ঢাকা থেকে প্রকাশিত যৌথকাব্যগ্রন্থ  ” হৃদয়ে বা;লাদেশ ” প্রকাশের কথা ছিল ২০২৪ সালের অমর একুশে বইমেলা।  সম্পাদকের আন্তরিক ভালবাসা ও পাঠকের আগ্রহের কথা বিবেচনা করে অত্যান্ত পরিশ্রম করে ৭ অক্টোবর ২০২৩ ইং সিলেট জেলা পরিষদ ২য় তলার হল রুমে এক মনোমুগ্ধকর অনুষ্টানের মধ্য দিয়ে গ্রন্থটির মোড়ক উম্মোচন হয়।  সময়ের আগে প্রত্যাশিত কাব্যগ্রন্থটি হাতে পেয়ে পাঠকমহল আনন্দে আত্মহারা।  লাল সবুজের দেশকে ভালবেসে শহীদ মিনারকে সম্মান জানিয়ে অত্যান্ত চমৎকার ভাবে প্রচ্ছদ সাজিয়েছেন হাসনাত সাইফুল।  গ্রন্থস্বত্ব : লেখক।  মুদ্রণে : বন্ধু প্রিন্টিং প্রেস, ঢাকা।  অত্যান্ত মনোমুগ্ধকর চমৎকার ও শক্ত ভাবে বাধাই করা যৌথ কাব্যগ্রন্থটি সম্পাদক সাহেব উৎসর্গ করেছেন উক্ত কাব্যগ্রন্থের সকল কবির পিতা – মাতাকে।

সাহিত্যকে হৃদয়ের মণিকোঠায় লালন করে প্রবাস থেকে কবি শাহ্ কামাল আহমদ ভাই যে সময়, শ্রম, মেধা, অর্থ দিয়ে সিলেটের সাহিত্য অঙ্গনে যে চমক সৃষ্টি করেছেন তা আমাদের সাহিত্যানুরাগীদেরে বেশ অনুপ্রেরণা দিয়েছে। মোড়ক উম্মোচন ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন সফল করতে কবি শাহ কামাল  আহমদ ভাইয়ের হাতকে শক্তিশালী করতে যারা উপদেশ, সময়,শ্রম, মেধা অর্থ খরছ করে পাশে থেকে অনুষ্টানটি সফল করতে অনুষ্ঠানে হাজির হয়েছেন এতে কারো চেষ্টার কোনো ত্রুটি ছিলনা। তাই  সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।  আমি কক্সবাজার থেকে এই অনুষ্টানে যোগ দিতে নাড়ীর টানে সাহিত্যের টানে কবি শাহ্ কামাল আহমদ ভাইয়ের ভালবাসার টানে সিলেটে গিয়ে অনুষ্টানে আলোচনা ও কবিতা পাঠের সুযোগ পেয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি।

হৃদয়ে বাংলাদেশ কাব্যগ্রন্থে আমার একটি কবিতা স্থান পেয়েছে বলে আমি নিজেকে ধন্য মনে করছি। মোট ৯৬ পৃষ্টার কাব্যগ্রন্থে ৮৮ জন কবির মধ্যে আমার কবিতা প্রকাশিত হয়েছে বলে আমি আনন্দিত।  সম্পুর্ন নিজের খরছে গ্রন্থটির সম্পাদক কবি শাহ্ কামাল আহমদ ভাই গ্রন্থটি প্রকাশ করেছেন।  শেষ দিকে গ্রন্থটির মূল্য ২৫০ টাকা লিখা থাকলেও সকল কবিগন এক বা একাধীক গ্রন্থ ফ্রি পেয়ে আনন্দে আত্মহারা। যেসব ভাগ্যবান কবিদের কবিতা স্থান পেয়েছে তারা হলেন ১/ কালাম আজাদ  ২/ মাহমুদু্ল হাসান নিজামী ৩/ এ বি এম সোহেল রশিদ ৪/ দীনু্ল ইসলাম বাবুল ৫/ সেলিম আউয়াল ৬/ বাছিত ইবনে হাবীব ৭/ আহমেদ সৈয়দ শাহনুর   ৮/ শাহ্ কামাল আহমদ ৯/ শাহ্  ফারুক আহমদ ১০/ আবু কওছর ১১/ লুৎফুর রহমান তারেক ১২/ মানারুল হক বাছিত ১৩/ সাহান চৌধুরী ১৪/ শাহ্ ছায়ারা ১৫/ মো সাদিকুর রহমান রুমেন ১৬/ সালাহ্ উদ্দিন মিঠু ১৭/ মো মোশাররফ হোসেন মুছা ১৮/ শাহ্  আব্দুস সালাম  ১৯/ ইমামুল ইসলাম রানা ২০/ নজমুল ইসলাম মকবুল ২১/ শাহেদা রশীদ পপী ২২/ মনসুর আহমেদ ২৩/ মোহাম্মদ আবুল কাসেম ২৪/ ইয়াকুব বখত্ বাহলুল ২৫/ শফিকুল মুহাম্মদ ইসলাম ২৬/ মো ওয়ালিউর রহমান ছুফু ২৭/ বিথী চৌধুরী ২৮/ আউয়াল জামান কয়েছ ২৯/ ছাদির হুসাইন ৩০/ শাহীন সুলতানা ৩১/ মাছুমা টফি একা ৩২/ মো তৈয়েবুর রহমান তাকিব ৩৩/ মাওলানা তাজুল ইসলাম নাহীদ ৩৪/ নাসিমা বানু ৩৫/ অনুপ দত্ত ৩৬/ মুহাম্মদ তোফাজ্জল হোসেন ৩৭ / মো তোফায়েল হোসেন তপন ৩৮/ পত্রলেখা ঘোষ ৩৯/ বশির আহমদ ৪০/ আছহাব উদ্দিন তালুকদার ৪১/ শেখ শাহ্ জামাল আহমদ ৪২/ আক্তার বিন আমির আহমদ ৪৩/ মুসলিম উদ্দীন শাহ্ ৪৪/ উত্তম কুমার   দেবনাথ ৪৫/ মতিউর রহমান জীবন ৪৬/ শাফিনুর রহমান ৪৭/ জসীম উদ্দীন মুহম্মদ ৪৮/ সৈয়দ আহমদ  আশেকী ৪৯/ মুশফিকুর রহমান রাফি ৫০ / মুহাম্মদ সিরাজুল ইসলাম ৫১/ মো শাহিদ খাঁন ৫২ / মোঃ আল- আমিন ৫৩/ মোহাম্মদ আব্দুল হক ৫৪/ বিউটি দাশ ৫৫/ মোঃ আবুল বশর ভূঁইয়া ৫৬/ মো আব্দুল মুকিত ফারদিন ৫৭/ আসআদ চৌধুরী ৫৮/ গিলেমান আলম ৫৯/ মো আব্দুর রশীদ  ৬০/ জান্নাতুল নাইম ৬১/ আজিজ ইবনে গণি ৬২/ আশিকুজ্জামান আসাদ ৬৩/ কাজী এম হাসান আলী ৬৪/ মোঃ ইসমাইল হোসেন সিরাজী  ৬৫/ রেশমা বেগম ৬৬/ শাহাদাত হোসেন তালুকদার ৬৭/ আবু তাহের খাঁন ৬৮/ অভিলাষ মাহমুদ ৬৯/ শাহ্ কামাল সবুজ ৭০/ ফেরারী মুরাদ ৭১/ এম ইউ শাকিল ৭২/ শাহ্ বোরহান মেহেদী ৭৩/ সৈয়দ আছলাম হোসেন ৭৪/ সাফায়েত আজাদ ৭৫/ এ এস এম সোহেল ভূঁইয়া ৭৬/ এস এম সুমন ৭৭/ আব্দুস সবুর ৭৮/ লিপি খান ৭৯/ রোটারিয়ান রেবেকা জাহান রোজী ৮০/ ফয়জুর রহমান ৮১/ এ কে এম আব্দুল্লাহ ৮২/ ইফতেখার শামীম ৮৩/ শফিকুল ইসলাম সোহাগ ৮৪/ আলেয়া রহমান ৮৫/ সাবিনা সিদ্দিকী শিবা ৮৬/ মাহবুব হোসেন নওশাদ ৮৭/ মোঃ জাবেদ হোসেন ফাহাদ  ৮৮/ বাগিচা বাহার রহমান।

সকল কবির প্রতি অভিনন্দন রইলো।

আমাদের ঘুনে ধরা সমাজে নিজের শ্রম অর্থ সময় দিয়ে একটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করার পাশাপাশি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২৩  আয়োজনের মধ্যদিয়ে ফ্রি সাহিত্য সাময়িকী ” সুরমা পাড়ের  কথা  “,  ক্রেষ্ট,  আপ্যায়ন সহ যাবতীয় সাহিত্যকর্ম সম্পাদন করে বা;লা সাহিত্য পরিষদ ইউকে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলো।  আমি এর পেছনের কারিগর কবি শাহ্ কামাল আহমদ ভাই সহ যাদের মেধা, শ্রম,  লেখান, উপদেশ,  উৎসাহ,  অর্থ মিলেয়ে ” হৃদয়ে বা;লাদেশ ” প্রকাশের মাধ্যমে সকলের হৃদয় আলোকিত হয়েছে   সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।  আমিন।

( লেখক পরিচিতি: সৈয়দ আছলাম হোসেন,  কবি ও কলামিষ্ট,  পরিচালক : বা;লা সাহিত্য পরিষদ, ইউকে,  প্রতিষ্ঠাতা ও সভাপতি – সুবাস, সিলেট)

মোবাইল ন; ০১৭২৫-৬৬০৪৪৭)

ইমেইল syedaslam. bd@gmail.com

Facebook Comments Box

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ অব জকিগঞ্জ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park
error: Content is protected !!