ক্ষুদে লেখিকার শর্ট গল্প, আজকের লেখায় থাকছে…..
ভূতুরে বাড়ি
সৈয়দা আজিজা মীম
আমার এক বান্ধবীর নাম নিনা, তার বোনের নাম নিলা, তাদের মা – বাবা তাদেরকে রেখে অনেকদুর নিজের বাড়িতে বেড়াতে গেলেন। এক মাস হয়ে গেল, মা বাবা ফিরে আসেন নাই। তারা বাসায় একা থাকে। এক গভীর রাতে তারা পরিকল্পনা করলো তারাও নিজের বাড়িতে যাবে। রাতেই তারা বাড়িতে যাওয়ার জন্য ঘর থেকে বের হলো। তারা রাস্তা হারিয়ে একটি ভূতের বাড়িতে ঢুকে গেলো। ওখানে মা বাবাকে পায়নাই, তাই সেই বাড়ি থেকে বেরিয়ে গেল। তারা হঠাৎ বুঝতে পারলো কে যেন তাদের পিছে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। তারা পিছনে ফিরে দেখে অবাক হলো, সাথে সাথে পেত্নীটি তাদেরকে ছুরি দিয়ে মেরে ফেললো। তারা মরে গেলো। মা- বাবার সাথে তাদের দেখা হলোনা।
অনেক দিন হয়ে গেল ভূতুরে বাড়িতে ভয়ে কেহ আসেনা। কয়েকদিন পর পত্রিকায় ছাপা হলো দুটি মেয়ে মারা গেছে। তাদের মা বাবা খবর শোনে চলে আসলেন। ভূতের বাড়িতে ঢুকার পর মেয়েদেরে দেখে কান্না করতেছিলেন। কান্না শোনে পেত্নী আবার ছুটে এসে দুজনকে মেরে ফেললো। চারজনের মৃত্যুর খবর পত্রিকায় ছাপা হলো। অন্য মানুষেরা এসে চারজনকে কবর দিল। এই বাাড়িতে ভয় করে এখন কেউ আসেনা। তাই এই বাড়িটি ভূতের বাড়ি হয়ে গেল।
রচনাকাল : ১৪/১১/২০২৩ ই;
( ক্ষুদে গল্পকারের পরিচিতি : সৈয়দা আজিজা মীম, ৩ য় শ্রেণি, গ্রীন বাড কিন্ডার গার্টেন। উখিয়া, কক্সবাজার, স্থায়ী ঠিকানা : গ্রাম : সুলতানপুর, ডাকঘর : গঙ্গাজল, উপজেলা : জকিগঞ্জ, জেলা : সিলেট)।