সিলেটরত্ন কবির স্যার
সৈয়দ আছলাম হোসেন
সিলেট জেলার রত্ন তুমি
জকিগঞ্জে বাড়ি,
উন্নয়নের মন্ত্রে দিলে
রাজধানীতে পাড়ি।
দেশ বিদেশে খ্যাতি তুমার
খ্যাতি পুরো ভবে,
সোনার হরফে তুমার নাম
ইতিহাসে রবে।
রূপালি ব্যাংকের চেয়ারম্যান
আপনি ছিলেন যখন,
অর্থনীতির চাকাগুলো
দ্রুত ঘুরে তখন।
একাত্তরে যুদ্ধ করে
মুক্তিযোদ্ধা হলেন,
তাইতো আজো মনের টানে
দেশের কথা বলেন।
আরটিএমআই, সীমান্তিকের
স্বপ্নদ্রষ্টা যিনি,
কর্মমূখী শিক্ষাদানের
সুযোগ করেন তিনি।
কবির স্যার ওয়ালী স্যার
অসহায়দের সাথি,
হাজার জনের রিজেক খুঁজার
চেষ্টা দিবারাতি।
স্বাস্থ্যখাতে – শিক্ষাখাতে
সেবার নেশা যার,
কর্মমূখী শিক্ষা দানের
কেন্দ্র আছে তাঁর।
ধন্য তুমার মাতা পিতা
যোগ্য ছেলের তরে,
এমন মানব গড়ে উঠুক
প্রতি ঘরে ঘরে।
তুমায় পেয়ে খুশি আজ
সিলেট পাঁচ আসন,
স;সদেতে শুনতে চাই
তুমার মহা ভাষন।
কবির স্যারের কর্ম দেখে
খুশি আমরা সব,
সুস্থ্য রেখে হায়াত দাও
ওগো দয়াল রব।
রচনাকাল : ৩০/১১/২০২৩ ই;
উখিয়া, কক্সবাজার।
( লেখকের স্থায়ী ঠিকানা : গ্রাম : সুলতানপুর, ডাক : গঙ্গাজল, থানা : জকিগঞ্জ, জেলা: সিলেট)