আজ ৬ ডিসেম্বর। কবি ও কলামিষ্ট সৈয়দ আছলাম হোসেন এর শুভজন্মদিন আজ। তিনি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ৬ নং সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের এক সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। পিতা সৈয়দ আপ্তাব উদ্দিন জকিগঞ্জ উপজেলার ৫৪ নং ভরন সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। বিদ্যালয়ে কর্তব্যরত অবস্থায় ২০০১ সালের ২ ডিসেম্বর না ফেরার দেশে চলে যান। মাতা সৈয়দা মমতাজ বেগম জকিগঞ্জ উপজেলা পরিষদ থেকে ২০২১ সালে একজন সফল নারী হিসেবে জয়িতা ২০২১ সম্মাননা গ্রহন করেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ২য় সন্তান। ভাইদের মধ্যে তিনি সবার বড়। ছোট দুই ভাই আফ্রিকা ও লন্ডনে বসবাস করেন। বৈবাহিক জীবনে তিনি তিন কন্যা ও স্ত্রী নিয়ে আছেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন বেসরকারি চাকুরীজীবি। তিনি প্রথমে সীমান্তিক ও বর্তমানে আর টি এম ইন্টারন্যাশনাল এর অধীনে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রুহিঙ্গা ক্যাম্পে কর্মরত আছেন। চতুর্থ শ্রেণিতে অধ্যয়ন কাল থেকে তিনি লেখালেখি শুরু করেন। ১৯৯৪ সালে তার লেখা প্রথম কবিতা প্রকাশ হয় স্থানীয় ম্যাগাজিন ” রক্তাক্ত স্থপতি ” এছাড়াও বর্তমানে তাঁর লেখা-ছড়া, কবিতা, উপন্যাস, জীবনী, ধর্মীয় এবং সমপযোগী বিষয়বস্তু নিয়ে অসংখ্য বই ও পান্ডুলিপি রয়েছে যা দিয়ে তিনি পাঠকের মনে জায়গা করে নিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো সিলেটী আঞ্চলিক ভাষায় লিখিত কবিতা (রান্ধা বুলে কষ্ট এবং ভদ্র লোকের সন্ধানে) এই দুটি বই সর্ব মহলে সাড়া ফেলে প্রসংসায় ভাসছেন কবি আছলাম। এছাড়াও কবির দশম গ্রন্থ ” ৪০ লাইনের কবিতা ” ২০২৪ সালের একুশে বই মেলায় প্রকাশ হতে যাচ্ছে। তারই ফলশ্রুতিতে তিনি নিজ উপজেলায় কবি আছলাম বা লেখক আছলাম হিসেবে খ্যাতি লাভ করেছেন। ছোট থেকে বড় প্রায় সকলেই তাকে এক নামেই চেনে। আমরা এই গুণী লেখকের নেক হায়াত সহ সুন্দর জীবন কামনা করছি। আর এই লেখনীতে পাঠকের মনে বেঁচে থাকুন হাজার বছর।