নিউজ অব জকিগঞ্জঃ
জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া গ্রামস্থ উবায়দুল হক একাডেমীতে আনুষ্ঠানিকভাবে পরিদর্শন করলেন ধর্ম মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-৫ জকিগঞ্জ কানাইঘাটের নব-নির্বাচিত সাংসদ আল্লামা হুছামউদ্দিন চৌধুরী ফুলতলী।
২৫ ফেব্রুয়ারী রবিবার বিকাল ৩ঘটিকার সময় সংক্ষিপ্ত আলোচনা ও মোনাজাতের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ সময় উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান মাও আব্দুছ ছবুর সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত সাংসদ আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্জ লোকমান উদ্দিন চৌধুরী, এছাড়াও উপস্থিত ছিলেন উবায়দুল হক একাডেমীর প্রধান শিক্ষক মাষ্টার ও মাহতাব উদ্দিন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্জ তাহির আলী, গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ, একাডেমীর শিক্ষক শিক্ষার্থী ও ছাত্রছাত্রীবৃন্দ। এ সময় প্রধান অতিথি একাডেমীর বর্তমান ও ভবিষ্যত কার্যক্রম, শিক্ষার্থীদের লেখাপড়ার মান নিয়ে কথা বলার পাশাপাশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। সব শেষে প্রধান অতিথির দোয়ার মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি লগ্নে অতিথিবৃন্দকে। ক্রেষ্ট ও ফুলের তোড়া দিয়ে সম্মাননা প্রদান করা হয়।