৮নং কসকনকপুর প্রবাসী ফোরাম এর সভাপতি ও দাম্মাম প্রবাসী গ্রুপের সভাপতির দায়িত্ব পালন করার পাশাপাশি একাধিক সমাজসেবা মূলক কর্মকান্ডে এগিয়ে এসে মানবতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন সৌদি প্রবাসী, কসকনকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নিয়াগুল গ্রামের বড় বাড়ীর বাসিন্দা আলহাজ্জ লোকমান উদ্দিন নেজাম। সূদুর প্রবাসে থেকে সর্বদা দেশের এবং দশের কল্যানে কাজ করে যাচ্ছেন, বাদ যাচ্ছেনা সমাজের অসহায় অনাথ ও নিপিড়িত সুবিধা বঞ্চিত মানুষ। সম্প্রতি দেখা যায়, জকিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকৃত ছাত্রদের মধ্যে উৎসা বা প্রেরনা যোগাতে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দাম্মাম প্রবাসী গ্রুপের পক্ষ থেকে সম্মানা স্মারক প্রদান করেন। এছাড়াও দেশের বৃহৎ স্বার্থে প্রত্যক্ষ ও পরক্ষভাবে ছাত্র আন্দোলনে একাধিক বার বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়ান। এভাবে দেখা যায়, বিগত রমজান মাসে এবং করোনা ও বন্যাকালীন সময়ে ৮নং কসকনকপুর প্রবাসী ফোরাম ও নিজস্ব উদ্যোগে অসহায় নিপিড়িত মানুষের মধ্যে একাধিকবার ত্রাণ সামগ্রী বিতরণ, সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে সর্বদা সহযোগীতার হাত প্রসারিত সহ এভাবে নিজেকে নিয়োজিত রেখেছেন সর্বদা মানুষের কল্যানে। সম্প্রতি নিউজ অব জকিগঞ্জের একান্ত স্বাক্ষাতকারে আলহাজ্জ লোকমান উদ্দিন নেজাম জানিয়েছেন, মানুষের কল্যানে কাজ করা আমার নিত্য দিনের পেশা, মহান আল্লাহ তায়ালা আমাকে যা দিয়েছেন আমি চেষ্টা করি তা থেকে মানুষের জন্য কিছু করা, নিজের এবং সংগঠনের মাধ্যমে অসহায় নিপিড়ীত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। নিজের সাধ্যমত সর্বদা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আর যা করে যাবো আমরন পর্যন্ত। জীবনের বাকি সময়টুকু যেন এভাবে মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত রাখতে পারি সেই প্রত্যাশা করি এবং সকলের নিকট দোয়া চাই যেন মানুষের কল্যানে মহান আল্লাহপাক আমাকে কবুল করেন, আমিন।