দেশে প্রথম বারের মতো রাষ্ট্রীভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ। দেশের প্রত্যেকটি সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে দিনটি ধর্মীয় গাম্ভীর্যের মধ্যে পালিত হয়েছে। সেই ধারাবাহিকতায় জকিগঞ্জের কমর উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় এদিনটি পালন করা হয়েছে। দেখা যায়, জকিগঞ্জের কমর উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ে প্রথম বারের মতো পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। সোমবার ১৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের হল রুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জানা যায়, কমর উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, জেলা পরিষদের সফল সদস্য ইফজাল আহমদ চৌধুরীর দিক নির্দেশনায়, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাষ্টার শাহিন আহমদ এর সভাপতিত্বে কমর উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের শতস্ফুত উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। আলোচনা সভায় মহানবী সাঃ এর জীবনী, আদর্শ, নেতৃত্ব ঐক্যবদ্ধ হওয়া থেকে শিক্ষা নিয়ে কিভাবে আমাদের জীবন পরিচালনা করা যায় সেই সম্পর্কে বিভিন্ন আলোচনা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে দিন ব্যাপী শিক্ষার্থীদের নিয়ে কোরআনে খতম, দোয়া মাহফিল, ছড়া, কবিতা আবৃত্তি, নবীজির জন্ম ও জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা হয়। কুইজ প্রতিযোগীতা শেষে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দিতে পুরস্কার এবং শিরনী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে সভাপতির সমাপনী বক্তব্যে রাখেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক মাষ্টার শাহিন আহমদ, আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন রসুলপুর জামে মসজিদ এর ইমাম ও খতিব মাও আলী হোসেন সাহেব। দেখা যায়, এভাবে প্রত্যেকটি জাতীয় দিবস পালন করে আসছে কমর উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়, তাছাড়া শিক্ষার্থীদের প্রাণবন্ত করতে বিভিন্ন সময়ে আন্তঃক্রীড়া প্রতিযোগীতা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তাই প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে অনন্য ভূমিকা পালন করে আসছে কমর উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়।