জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি ::
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, শায়খুল হাদীস অধ্যক্ষ আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, মহান আল্লাহ তা’আলা আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-কে এ পৃথিবীতে প্রেরণ করেছেন শান্তি, মুক্তি, প্রগতি ও সামগ্রিক কল্যাণের জন্য রাহমাতুল্লিল আ’লামীন’ তথা সারা জাহানের রহমত হিসেবে। রাসুলুল্লাহ (সা.)-কে বিশ্ববাসীর রহমত হিসেবে আখ্যায়িত করে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমতরূপে প্রেরণ করেছি’। রাসুলুল্লাহ (স) এর সুমহান আদর্শ অনুস্মরণের মাধ্যমেই আমাদের উভয় জাহানের সফলতা বয়ে আনবে। আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী শনিবার বিকালে সমমনা প্রবাসীদের সংগঠন জকিগঞ্জ এসোসিয়েশন কর্তৃক পবিত্র ঈদে মীলাদুন্নবী (স) উপলক্ষে সীরাত বিষয়ক মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন।
সীরাত বিষয়ক মেধা যাচাই প্রতিযোগিতার বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা ইমাদ উদ্দীনের সভাপতিত্বে ও এসোসিয়েশনের অফিস বিষয়ক প্রতিনিধি মাও. ময়নুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ী। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন এসোসিয়েশনের পৃষ্ঠপোষক, ইছামতি দারুল উলূম কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরী, সোনাপুর মাজহারুল উলূম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা কুতবুল আলম, জকিগঞ্জ লেখক পরিষদের সহ-সভাপতি মাওলানা ফদ্বলুর রহমান, আল্লামা মুহাদ্দিস ছাহেব (রহ)-এর কনিষ্ঠ ছাহেবজাদা মাওলানা আব্দুল বাক্বী খালেদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ এসোসিয়েশনের সহ-সমাজকল্যান সম্পাদক লন্ডন প্রবাসী আব্দুল মজিদ, রতনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মতলুব আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি আলীম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু হানিফ মো. নায়িম, সহ-সাধারণ সম্পাদক খলিলুর রহমান সাব্বির। পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি জানিয়ে বক্তব্য রাখেন জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মাহবুবুর রহমান মাহদি, ফুলতলী কামিল মাদ্রাসার ছাত্র আব্দুল লতিফ।
এবারে জকিগঞ্জ এসোসিয়েশন কর্তৃক সীরাত প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার হিসেবে নগদ ৩ হাজার টাকা, ২য় পুরস্কার হিসেবে ২ হাজার টাকা, ৩য় পুরস্কার হিসেবে ১ হাজার পাচশত টাকা এবং বিশেষ পুরস্কার হিসেবে ১ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়।