আল-হাদী ট্র্যাভেলস এন্ড ট্যূরস কালিগঞ্জ শাখার তিন বৎসর পূর্তি এবং ১৮-ই নভেম্বর ২০২৪, পবিত্র উমরাহ পালনে ৫০ জন যাত্রীর কাফেলা উপলক্ষে পবিত্র উমরাহ পালনের মাসলা মাসায়েল, প্রশিক্ষণ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
শনিবার, বিকেল ২ঘটিকার সময় আল-হাদী ট্র্যাভেলস এন্ড ট্যূরস কালিগঞ্জ শাখায় আড়ম্বরভাবে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে আল-হাদী ট্র্যাভেলস এন্ড ট্যুরস এর সত্ত্বাধিকারী আব্দুল হাদী সাহেবের পিতা মাওলানা আব্দুল আজিজ সাহেবের সভাপতিত্বে, হাফিজ হাবিবুর রহমান জাব্বির খাদিমানী সাহেবের পরিচালনায়
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনে কালাম থেকে তেলাওয়াত করেন,হাফিজ হাবিবুর রহমান জাব্বির খাদিমানী।
স্বাগত বক্তব্য রাখেন আল-হাদী ট্র্যাভেলস এন্ড ট্যুরস কালিগঞ্জ শাখার ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুছ ছামাদ নাঈম।
কালিগঞ্জ বাজার ব্যবসায়ী দের পক্ষ থেকে বক্তব্য রাখেন। ব্রাইট ILTS সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মাজেদ আহমেদ চৌধুরী।
হাজ্বীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিলেরবন্দ হাফিজিয়া হিফজুল কোরান মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হাফিজ নুরুল ইসলাম সাহেব।
আল-হাদী ট্র্যাভেলস এন্ড ট্যুরস ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে বক্তব্য রাখেন আল-হাদী ট্র্যাভেলস এন্ড ট্যুরস জকিগঞ্জ শাখার ব্যবস্থাপনা পরিচালক মো:আব্দুল হালিম।
দিক নির্দেশনা মূলক বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক উমরাহ যাত্রী জনাব মাওলানা ফারুক আহমেদ সাহেব।
উমরাহ প্রশিক্ষণ ও দোয়া পরিচালনা করেন,জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা মোশাহিদ আহমেদ কামালি সাহেব। পরিশেষে
সভাপতির সমাপনী বক্তব্য ও হাজীগনকে প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট, ভিসা এবং ট্রাভেলস কর্তৃক ব্যাগ উপহার দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।