জাকির আহমদ (নিউজ অব জকিগঞ্জ)
সমাজ সেবায় অনন্য ভূমিকা পালন করে আসছে দেশের প্রবাসীরা, তাই প্রবাসীরা সংঘবদ্ধ থেকে সমাজের অসংখ্যা ভালো কাজে এগিয়ে আসছে তারা। জকিগঞ্জ তথা কানাইঘাটে রয়েছে একাধিক প্রবাসী সংগঠন আর তার মধ্যে কানাইঘাট উপজেলার একঝাক রেমিটেন্স যোদ্ধা নিয়ে পরিচালিত হচ্ছে বৃহত্তর কাড়াবাল্লাহ-বড়চাতল প্রবাসী সমাজ কল্যান পরিষদ। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফুটাতে সংগঠনটি নিরলসভাবে কাজ করে আসছে, এতে অসংখ্যা ভালো কাজে সবার আগে এগিয়ে এসে প্রসংশা কুড়িয়েছে সর্ব মহলে। গত ০১/১০/২০২৪ইং তারিখে পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং উক্ত বার্ষিক সভায় ২০২৫-২৬ইং ০২বছর মেয়াদী কার্যকরী কমিটি অনুমোদন করা হয়। দেখা যায়, বার্ষিক সাধারণ সভায় ফারুক আহমদকে প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক গণ্য করে সভায় মাওলানা বিলাল আহমদ চৌধুরীকে ২য় বারের মতো সভাপতি এবং কামরুল ইসলাম চৌধুরীকে ও ২য় বারের মতো সাধারণ সম্পাদক নিযুক্ত করে ৪১ (একচল্লিশ) সদস্য বিশিষ্ট আবু হানিফ এনাম, জয়নুল হক এবং মোঃ সালাহ উদ্দিন জালাল কর্তৃক স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে এ কার্যকরী কমিটি অনুমোদন করা হয়। এছাড়াও সভায় আবু হানিফ তাপাদার এনামকে নীতি নির্ধারক ও বদরুল হক (শুকুর) কে প্রধান উপদেষ্টা নিযুক্ত করে ১২ (বারো) সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন করা হয়। নব-নিযুক্ত কার্যকরী কমিটিকে সকল সদস্যবৃন্দ ফুলেল শুভেচ্ছা সহ অভিনন্দন জানিয়েছেন। তারা বিশ্বাস করেন নব-নিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দিক নির্দেশনায় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় একটি সু-সংগঠিত পরিষদ তথা পরিচ্ছন সমাজ গঠনে সকলে বদ্ধপরিকর হয়ে কাজ করলে এর প্রতিফলন সম্ভব। বৃহত্তর কাড়াবাল্লাহ-বড়চাতল প্রবাসী সমাজ কল্যান পরিষদ এভাবে সমাজ, দেশ এবং জাতির কল্যানে আত্ম নিয়োগে বলিয়ান। নব-নিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদক নিউজ অব জকিগঞ্জের মাধ্যমে সকলের নিকট দোয়া চেয়েছেন এবং সততা ও নিষ্ঠার সাথে যেন নিজ নিজ দায়িত্ব পালন করতে পারেন এতে সকলের দোয়া ও সহযোগীতা চেয়েছেন। নিম্নে কার্যকরী কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হলো।